উত্তর:- ইসলামি শরীয়তে কোরবানির পশুর বাচ্চা তার মায়ের হুকুমে। যদি বাচ্চা জীবিত বের হয় তাহলে তাকেও যবেহ করতে হবে। আর তার মায়ের গোশতের মত তার গোশতও হালাল । আর যদি বাচ্চা মৃত বের হয় তাহলে তাকে যথাযথ নিয়মে দাফন করবে।
তিরমিযি- ১/২৭৬; আদ দুররুল মুখতার – ৯/৫৩৫; বাদায়েউস সানায়ে’ ৬/৩০৯।
Leave Your Comments