উত্তর:- বিবাহ বহির্ভূত দৈহিক সম্পর্ক অবশ্যই যিনার অন্তর্ভূক্ত। আর বিবাহিত নারী-পুরুষ ব্যভিচারে লিপ্ত হলে তাদের শাস্তি হলো, শরীয়া আদালতের রায়ের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করা।
বিধায়, প্রশ্নোক্ত সুরতে শালী যেহেতু বিবাহিতা তাই তার ব্যভিচারের শাস্তি হলো পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড কার্যকর করা। তবে, যদি দেশে ইসলামি সরকার কার্যত না থাকে তাহলে তাদেরকে তওবা করতে বলা হবে।
আর সন্তান ঐ মহিলার বর্তমান স্বামীর বলে গণ্য হবে। হ্যা, স্বামী যদি অস্বীকার করে তবে, বাচ্চার বংশধারা মায়ের দিক থেকে সাব্যস্ত হবে।
সুরা নূর – ১; ইবনে কাসির – ৬/৮; বুখারী- ১/২৯৭; মিশকাতুল মাসাবীহ- ১/৩০৯; ফাতাওয়া হিন্দিয়া – ২/১৫৯; আল মুহিতুল বুরহানি – ৪/৬০৬।
Leave Your Comments