উত্তর :- শরীয়তের বিধান হলো, যখন কোন জমিনের ওয়াক্ফ পরিপূর্ণ হয় তখন থেকে উক্ত জমিন ওয়াকফ হিসেবেই গণ্য হবে। পরবর্তীতে তা কখনো ভাঙ্গা যাবে না। কাউকে মালিকও বানানো যাবে না।
তাই, রাষ্ট্র বা যেকোন প্রতিষ্ঠান তার মালিকানা নিতেও পারবে না । আবার কাউকে মালিক বানিয়ে দিতেও পারবে না।
আল হিদায়া – পৃ. ৬৪০; রদ্দুল মুহতার – ৪/৩৫১; ফাতাওয়া রহিমিয়া – ৯/৫৫।
Leave Your Comments