প্রশ্ন:- দুই ব্যক্তি যদি নিজেদের মধ্যে জমিন পরিবর্তন করে তাহলে পার্শ্বের যমিনওয়ালা শুফআ’র দাবি করতে পারবে কি না?

উত্তর :- শুফআর দাবি বৈধ হওয়ার জন্য দাবিকৃত যমিনটির লেন-দেন হওয়া শর্ত। যমিন রদবদল করাও এক প্রকার লেন-দেন।

তাই , প্রশ্নোক্ত সুরতে দুই ব্যক্তির মাঝের জমির বিনিময়ের ক্ষেত্রেও শুফআ’র দাবি  করতে পারবেন।

ফাতাওয়া শামি – ৬/২৩১; আদ দুররুল মুখতার – ৬/২৩১; এমদাদুল আহকাম – ৪/১৭১। ফাতাওয়া হাক্কানিয়া – ৬/৩০১।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *