উত্তর:- কোরআনের আয়াত, দোআ ও আল্লাহ-রাসূলের নাম ব্যবহার, সংরক্ষণ ও বহনের ক্ষেত্রে যথাযথ মর্যাদা রক্ষা করা অতীব জরুরী। আর লাশ যেহেতু সকল প্রকার কার্যক্ষমতাহীন। তাই তার কাফনে থাকা দোআ বা আল্লাহর নামের সম্মান রক্ষা করা তার পক্ষে সম্ভব না। ফলে, এমন অরক্ষিত স্থানে আল্লাহ তাআলার নাম বা কোন কোন দোআ সংরক্ষণ করা নাজায়েয। তাছাড়া নবী সা. ও সাহাবা যুগে এধরণের কোন আমলের কথা বর্ণিত না থাকায় তা বিদআতও বটে।
আল হিদায়া – ১/১৭৯; ফাতাওয়া হিন্দিয়া ১/২২২; রদ্দুল মুহতার – ২/২৪৬; আহসানুল ফাতাওয়া – ১/৩৫০।
Leave Your Comments