উত্তর :- বিবাহের দাওয়াতের ক্ষেত্রে সুন্নাত হলো ওলীমা। যা স্বামী-স্ত্রী একত্রিত হওয়ার পর বরের বাড়িতে আয়োজন করা হয়ে থাকে। তবে, বিবাহ কালীন সময়ে কোনরূপ জোর জবরদস্তি ব্যতিত কনের পক্ষ থেকে মেহমানদারির আয়োজন করা হলে তা গ্রহণ করাতে কোন অসুবিধা নাই। কেননা নবীজি সা. ও তার মেয়ে ফাতিমার রা. য়ের বিবাহের সময় বকরি যবাই করে আনসার ও মুহাজির সাহাবাদের দাওয়াত দিয়ে মেহমানদারি করিয়েছেন।
উল্লেখ্য, বিবাহের পূর্বে বা বিবাহকালীন সময়ে কনের বাড়িতে মেহমানদারির আয়োজনের ক্ষেত্রে কোন প্রকার সামাজিক প্রথা বা চাপ থাকলে বা পাত্রপক্ষের পক্ষ থেকে আবদার থাকলে তা একেবারেই অনুচিত ও নাজায়েয। এমন মেহমানদারি হতে সর্বদা দূরত্ব বজায় রাখা চাই।
সহিহ মুসলিম – ১/৪৬২; মিশকাত ২/২৭৯; ফাতাওয়া মাহমুদিয়া – ১২/১৪২; কিতাবুল ফাতাওয়া – ৪/২৮৫।
Leave Your Comments