উত্তর: শরয়ী দৃষ্টিতে যেনা করা সর্বাবস্থায় হারাম। আর হারামকে হালাল মনে করা কুফরী। ইসলামী আইনে যে কারো সাথে ব্যভিচার করা মারাত্নক অপরাধ। আর নিকটাত্নীয় তথা মা, মেয়ে, খালা, ফুফুদের সাথে আরোও মারাত্নক অপরাধ নির্লজ্জতার বিষয়। আল্লাহ না করুন, কেউ যদি এটাকে হালাল মনে করে তাহলে কাফের হয়ে যাবে।
সুতরাং প্রশ্নেবর্ণিত ব্যক্তিও যদি নিজের মেয়ের সাথে যিনা করা হালাল মনে করে এমন কাজ করে, তাহলে সে কাফের হয়ে যাবে। আর যদি শয়তানের ধোকায় এমন জগন্য কাজ করে, তাহলে সে ফাসেক হবে গন্য হবে।
-কুরআনুল কারীম, বনি ঈসরাইল-৩২, ফাতাওয়া শামী-২/২৯২, আল বাহরুর রায়েক-৬/১৬.
Leave Your Comments