উত্তর:- ইসলামি দৃষ্টিতে শরয়ী কোন বিষয়ে সাক্ষি দেয়ার জন্য আদালত যদি কাউকে তালাশ করে তাহলে সেক্ষেত্রে সাক্ষী দেয়ার জন্য টাকা নিতে পারবে না। আর শরয়ী সাক্ষী ব্যতিত অন্য কোন সাক্ষীর ক্ষেত্রে রাহ-খরচসহ সময় ব্যয় বাবদ বিনিময় নিতে পারবে।
মুসনাদুস সিহাব – ১/২০৯; আল বাহরুর রায়েক – ৭/৯৮-৯৯; এমদাদুল ফাতাওয়া – ৩/৪৩৯; কিফায়াতুল মুফতি – ১১/৩৬৬।
Leave Your Comments