উত্তর:- কোন জিনিস নাপাক হওয়ার ব্যাপারে নিশ্চিত বা প্রবল ধারণা না হলে সাধারণত তা পবিত্র হিসেবে বিবেচিত হয়। নিছক সন্দেহের উপর ভিত্তি করে কোন হুকুম লাগানো যায় না।
সুতরাং প্রশ্নেবর্ণিত সূরতে হিন্দুদের তৈরীকৃত ও তাদের ব্যবহৃত কাপড়ে নাপাক থাকার বিষয়টি নিশ্চিত হলে তা ধৌত করা জরুরী। অন্যথায় জরুরী না। তবে নতুন ও ব্যবহৃত কাপড় সবসময় ধৌত করে পরিধান করা উত্তম।
– ফাতওয়ায়ে শামী ১/২০৫,মাজমায়ুল আনহার ১/৯০,ইমদাদুল আহকাম ১/৩৯৯,ফাতওয়ায়ে হাক্কানিয়া ২/৫৭৫
Leave Your Comments