উত্তর :- শরীয়তের উকিল হওয়ার যোগ্য এমন দুই বা ততোধিক ব্যক্তি মিলে কোন যৌথ ব্যবসার চুক্তি করলে এ ধরণের শরিকানা ব্যবসা জায়েয। সবার মাল একত্রিত করা জরুরী না।
তাই প্রশ্নোক্ত সুরতে বর্ণিত পদ্ধতিতে ব্যবসা জায়েয আছে। কোন অসুবিধা নাই।
রদ্দুল মুহতার – ৪/২৯৯; আল মুহিতুল বুরহানি- ৫/৫৪৮; ফাতাওয়া হাক্কানিয়া – ৬/৩২৯।
Leave Your Comments