উত্তর:-বস্তুর মালিকানা নির্ভর করে দলীল-প্রমাণ তথা কাগজ পত্রের উপর,ভোগদখল বা জবর দখলের উপর নয়।
সুতরাং প্রশ্নেবর্ণিত সুরতে আপনার জমি চাচাতো ভাইদের জবরদখল করে খাওয়াটাই অবৈধ হয়েছে।এরদ্বারা তারা কোনভাবেই জমির মালিক হতে পারবে না। দলীল-প্রমাণ তথা কাগজ পত্র আপনার নামে হওয়ার কারণে জমির মালিক আপনিই রয়ে গেছেন। আদালতের ফায়সালাও আশা করা যায় আপনার পক্ষেই হবে।
– হেদায়া ৩/৩৭৯,বাদায়েয়ুস সানায়ে ১০/৭৩,ফাতওয়ায়ে হক্কানিয়া ৫/৩৭৫
Leave Your Comments