উত্তর :- ঈমানদারদের চাওয়া পাওয়ার একমাত্র কেন্দ্রস্থল হল আল্লাহ তাআলা। তিনি ব্যতিত কারো কাছে কোন জিনিস প্রার্থনা করা হারাম। সম্মান হিসেবে মাজারে চুম্বন করা না জায়েয। জা্ন্নাত বা অন্য কোন কিছুর প্রার্থনা করাও সুস্পষ্ট হারাম।
জামে’ তিরমিযী- ২/৭৮ হা. ২৫১৬; আল বাহরুর রায়েক – পৃ. ৫২০; ফাতাওয়া মাহমুুদিয়া – ১/৩৪৬; ফাতাওয়া উসমানি – ১/১৩৭;
Leave Your Comments