উত্তর :- ইসলামের দৃষ্টিতে শরীয়ত বিরোধী কাজ করা যেমন জায়েয নেই। তেমনি ভাবে শরীয়ত বিরোধী কাজের মাধ্যমে জীবিকা উপার্জন করা বা পারিশ্রমিক নেয়া জয়েয হবে না। যথাসম্ভব অতিদ্রুত হালাল উপার্জনের ব্যবস্থা করে তা ছেড়ে দিবে।
তিরমিযি শরীফ – ১/২৪২; ফাতাওয়া শামি – ৬/৫৫; আল হিদায়া – ৩/২০৩; ফাতাওয়া উসমানি – ৩/৩৬৫;
Leave Your Comments