উত্তর :- শরীয়তের বিধান হলো, বমি করার দ্বারা রোযা ভঙ্গ হয় না। সুতরাং কোন ব্যক্তি যদি অনিচ্ছাকৃতভাবে বমি করে চাই তা মুখ ভরে হোক বা না হোক। তার রোযা ভাঙবে না।
তবে, বমি আটকাতে গিয়ে যদি বমির কিছু অংশ গিলে ফেলে। তাহলে সকল ইমামের ঐক্যমতে তার রোযা ভেঙ্গে যাবে।
ফাতাওয়া শামি – ৩/৪১৪; ফাতাওয়া তাতার খানিয়া – ৩/৩৭৫; ফাতাওয়া হাক্কানিয়া – ৪/১৬৪।
Leave Your Comments