উত্তর:-শরয়ী দৃষ্টিতে কুরবানীর উদ্দেশ্যে ক্রয়কৃত পশুর দ্বারা কুরবানী করা উচিৎ। দাম কম-বেশির কথা বিবেচনা করে পরিবর্তন করে বিক্রি করা বৈধ হলেও অনুচিৎ। যদি কেউ এমন করে এবং পরে পশুর মূল্য পূ্র্বের পশুর চেয়ে দাম কম হয়, তাহলে যেই পরিমাণ টাকা হবে, ঐ পরিমাণ টাকা সদকা করতে হবে।
সূতরাং প্রশ্নেবর্ণিত সূরতে দ্বিতীয় পশুটির মূল্য প্রথমটির তুলনায় কম হওয়ায় যতটুকু কম, ঐ পরিমাণ টাকা সদকা করে দিতে হবে।
-আল হিদায়া ফিন নিহায়া-১৪/৩৭২, ফাতাওয়া কাযিখান-৩/২৪৪, ফাতাওয়া হিন্দিয়া-৫/৩৩৯.
Leave Your Comments