প্রশ্ন:- কোন দোকানদার যদি পণ্য বিক্রয় করার ক্ষেত্রে এমন করে যে, নগদ বিক্রি করলে দাম কম নেয়, আর বাকিতে বিক্রি করলে দাম বেশি নেয়, এরকম কম-বেশি করা সুদের অন্তর্ভূক্ত হবে কিনা?

উত্তর:- ইসলামী শরীয়াহ বৈধ পন্থায় ক্রেতা-বিক্রেতাকে লাভবান হওয়ার সুযোগ দিয়েছে। তাই নগদ ও বাকিতে বিক্রিতে কম-বেশি করা জায়েয আছে। কেননা নগদ টাকা বাকি টাকার তুলনায় সুবিধা  বেশি। আর বাকিতে ঐ সুবিধা না থাকায় তাতে টাকার পরিমাণ বৃদ্ধি করা জায়েয আছে।

সুতরাং প্রশ্নেবর্ণিত সূরতে  নগদ টাকার চেয়ে বাকিতে বিক্রির সময় কম-বেশি দামে বিক্রি করা জায়েয যদি বেশির পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ করে দেয়। আর ক্রেতা-বিক্রেতা উভয়ে রাজি হয়। তখন উক্ত সুদেরও অন্তর্ভুক্ত হবে না।

-সুনানে তিরমিযী-১/২৩৩, আল হিদায়া-৩/৭৬, রদ্দুল মুহতার-৪/১৭৭.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *