প্রশ্ন:- কিছুদিন পূর্বে আমার স্ত্রী তার বাবার বাড়ী চলে যায়। আমার মা বাড়ীতে এক হয়ে যাওয়ায় আমি তাকে বাড়ী আসতে বলি । কিন্তু সে আসতে রাজি হয় না। তখন আমি তাকে বলি যে তুমি যদি আগামি এক সপ্তাহের মধ্যে বাড়িতে না আস তাহরে তুমি তিন তালাক। এখন সপ্তাহ শেষ হয়ে গেছে। এমতাবস্থায় কি সে তালাক হয়ে যাবে?

উত্তর :- শর্তযুক্ত তালাক শর্ত পাওয়া গেলে পতিত হয় না হয় পতিত হয় না।

তাই আপনার স্ত্রীকে এক সপ্তাহের সময় পার হয়ে যাওয়ার পরও সে না আসলে পূর্ব কথামতো তার উপর  তিন তালাক পতিত হয়ে যাবে।

 

ফাতাওয়া শামি – ৪/৩৫২; ফাতাওয়া হিন্দিয়া – ১/৪৮৮; আল হিদায়া – ২/৩৮৫; এমদাদুল ফাতাওয়া – ২/৪১৭।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *