উত্তর :- কেনা-বেচা সহিহ হওয়ার জন্য শর্ত হলো উক্ত লেন-দেনটি ইজাব ও কবুল তথা কেনা – বেচার প্রস্তাব করণ ও গ্রহণের মাধ্যমে হতে হবে। এবং ক্রেতা ও বিক্রেতা উভয়কেই চুক্তিলব্ধ বস্তুর উপর স্ব স্ব মালিকানা প্রতিষ্ঠা করা। তবে, এই ইজাব ও কবুল মৌখিক ও লিখিতভাবে বা প্রতিনিধির মাধ্যমেও হতে পারে।
তাই চলমান অনলাইন কেনা-বেচা লিখিত কেনা-বেচার সাথে সামঞ্জস্যশীল হওয়ায় তা জায়েয।
ফাতাওয়া শামি – ৪/৫১৩; ফাতাওয়া সিরাজিয়্যাহ – পৃ. ৪১২; মাজমাউল আনহার – ৩/১; ফাতাওয়া হাক্কানিয়া- ৬/৩০।
Leave Your Comments