প্রশ্ন: হিজড়া সন্তান মিরাস পাবে কি না?

উত্তর: শরয়ী বন্টন-নীতি অনুযায়ী মৃত ব্যক্তির ত্যাজ্য সম্পত্তি থেকে তার ওয়ারিশগণ মিরাস পাবে। সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে হিজড়াও যেহেতু তার সন্তান। তাই সে-ও যথারীতি মিরাস প্রাপ্ত হবে।

 

ফাতাওয়ায়ে হিন্দিয়্যাহ ৬-৪৪৯, আলফিকহুল ইসলামি ওয়াআদিল্লাতুহু ১০-১৬, বাহরুর রায়েক ৯-৩৪০

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *