উত্তর: শরীয়তের মূলনীতি অনুযায়ী শিআ’রে ইসলাম তথা ইসলামের নিদর্শনাবলীকে ঠাট্টা বিদ্রুপ করার দ্বারা ঈমান চলে যায়।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে আযানের আওয়াজ শুনার পর বিরক্তি প্রকাশের দ্বারা ঈমান নষ্ট হবে না। তবে এমনটিও করা অনুচিত। তবে যদি বিদ্রুপাত্মক ভাবে বিরক্তবোধ করে তাহলে ঈমান চলে যাওয়ার আশংকা রয়েছে।
আদ্দুররুল মুখতার ৪/২২২, ফাতাওয়ায়ে হিন্দিয়্যাহ ২/২৮০, ফাতাওয়ায়ে হাক্কানিয়্যাহ ১১/২৫১
Leave Your Comments