উত্তর: ইসলামী আকিদা-বিশ্বাস অনুযায়ী শিয়ারে ইসলাম বা ইসলামের নিদর্শনাবলী এবং উলামায়ে কেরাম কে ঠাট্টা-বিদ্রুপ করা কুফরী।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যদি উক্ত বাক্য উলামায়ে কেরামের হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বলা হয় তাহলে কুফরী হবে। আর যদি উক্ত বাক্য দ্বারা উলামায়ে কেরাম দুনিয়াবী ব্যাপারে অনভিজ্ঞ হওয়ার দিকে ইঙ্গিত করে তাহলে তা কুফরী হবে না। তবে এমন বলাও ঠিক নয়।
খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৮৮, বাহরুর রায়েক ৫/২০৯, ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ ২/৫২০
Leave Your Comments