প্রশ্ন: বর্তমানে স্কুল-কলেজে চারুকলা পরীক্ষায় বিভিন্ন মানুষ অথবা প্রাণীর ছবি আঁকতে বলা হয়, এমতাবস্থায় উক্ত ছবি আঁকা জায়েয হবে কি না?

উত্তর: কোরআন হাদীসের স্পষ্ট বর্ণনা অনুযায়ী কোন প্রাণীর ছবি অংকন করা বা ভাস্কর্য নির্মাণ ইত্যাদি নাজায়েয ও হারাম।

সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে চারুকলা পরীক্ষায় যে কোন ধরণের প্রাণীর ছবি অংকন করা নাজায়েয ও হারাম।

 

 

মুসলিম ২-২০১, রদ্দুল মুহতার ১-৬৪৭, ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ২১-২৯৯

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *