উত্তর: শরয়ী দৃষ্টিতে জিহাদ ফরযে আইন হওয়ার জন্য শর্ত হলো- আমীরুল মুজাহিদীন কর্তৃক ‘নফীরে আম’ তথা আপামর সকলকে জিহাদে অংশগ্রহণের নির্দেশ করা।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে আমীরুল মুজাহিদীন ‘নফীরে আমে’র (আপামর সকলকে জিহাদে অংশগ্রহণের নির্দেশ ) ঘোষণা করলে জিহাদ ফরযে আইন হবে। অন্যথায় জিহাদ ফরযে কিফায়া থাকবে।
আদ্দুররুল মুখতার আলা রদ্দিল মুহতার ৬-১৯৫, আলফিকহুল ইসলামি ওয়াআদিল্লাতুহু ৩-৩৬৮, আল বাহরুর রায়েক ৫-১১৯, আপকে মাসায়েল আওর উনকা হল ৭-৫৩২
Leave Your Comments