উত্তর: শরয়ী দৃষ্টিতে মুযারাবার ক্ষেত্রে কারবার শেষ হওয়ার পূর্বে অনুমান করে লভ্যাংশ বন্টন করা জায়েয আছে।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে বিনিয়োগকৃত সদস্যদের মাঝে চুড়ান্ত হিসাব-নিকাশের পূর্বে অনুমান করে এক হাজার টাকা করে দেয়া এবং বছর শেষে চুড়ান্তভাবে লাভ-ক্ষতির হিসাব করে বিনিয়োগকারীদের জানানোর যে নিয়ম প্রচলিত আছে তা শরীয়ত সম্মত।
আদ্দুররুল মুখতার আলা রদ্দিল মুহতার ১২-৩১৩, হিদায়া ৩-২৬৬, শিরকত ওয়া মুজারিবত আসরে হাজেরিন ২৬৯
Leave Your Comments