প্রশ্ন: ইউটিউবে কোন ভিডিও ছেড়ে তা থেকে ব্যবসা করা বা টাকা উপার্জন করা বৈধ হবে কি না?

উত্তর: শরীয়তে মূলনীতি অনুযায়ী অবৈধ পন্থায় যে কোন উপার্জনই অবৈধ।

সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে ইউটিউব এর মাধ্যমে আয়ের উৎস হলো; বিভিন্ন কোম্পানী ইউটিউবে তাদের পণ্যের অ্যাড দিয়ে থাকে এবং এর বিনিময়ে ইউটিউব কোম্পানী নির্দিষ্ট পরিমাণ অর্থ পেয়ে থাকে। আর সেখান থেকে ইউটিউব চ্যানেলের মালিকদেরকে নির্দিষ্ট হারে দেয়া হয়। আর আমরা জানি, ইউটিউবের অধিকাংশ অ্যাডই হলো, অশ্লীল। তাই এসমস্ত অ্যাড দিয়ে টাকা কামানোর অর্থ হলো সমাজে অশ্লীলতার প্রদর্শনী করে টাকা কামানো। যা সন্দেহাতীতভাবে হারাম।

 

সুরা লোকমান -৫, ফাতহুল কাদীর ৯-৫৮,  হিদায়া ৩-৩০৩

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *