প্রশ্ন: কোন ব্যক্তি মান্নত করল; আগামী সোমবার সে রোযা রাখবে, ঘটনাক্রমে তার মান্নতের দিন ঈদ হলো, তাহলে ঐ রোযার হুকুম কি?

উত্তর: ঈদের দিন রোযা রাখা নিষেধ। ফলে উক্ত ব্যক্তি ঈদের দিন রোযা না রেখে অন্য কোন দিন তার কাযা করবে।

 

ফাতাওয়ায়ে তাতারখানিয়্যাহ ৩-৪৩২, আলমুহিতুল বুরহানি ১-৩৭৪, মাসায়েলে রাফআত কাসেমী ৪-১১৫

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *