প্রশ্ন: কোন ব্যক্তি যদি মান্নত এবং কাযা রোযা একসাথে আদায় করে তাহলে মান্নতের রোযা আদায় হবে না কাযা রোযা আদায় হবে?

উত্তর: শরয়ী দৃষ্টিতে অনির্দিষ্ট মান্নত কারীর জন্য স্বীয় মান্নত যে কোন সময় আদায় করার সুযোগ রয়েছে,

সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যদি কেউ কাযা ও মান্নতের রোযা একসাথে রাখার নিয়ত করে তাহলে কাযা রোযা আদায় হয়ে যাবে। আর মান্নতের রোযা যেহেতু যে কোন সময় আদায় করা যায় তাই পরে আদায় করে নিবে।

 

আদ্দুররুল মুখতার  ৩-৩৯৬, তাবয়িনুল হাকায়েক ২-১৫৩, আল ফাতাওয়াল হিন্দিয়া ১-২৫৯

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *