প্রশ্ন: বুড়িগঙ্গা নদীর পানির এমন একটা সময় আসে যখন পানির রং, ঘ্রাণ এবং স্বাদ কোনটাই বাকি থাকে না, তখন কি ঐ পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে?

উত্তর: শরীয়তের মূলনীতি অুনযায়ী পানি স্বভাবত পবিত্র। তবে নাপাক মিশ্রিত হলে স্বল্প পানি নাপাক হয়ে যায়। আর পাক বস্তু মিশ্রিত হয়ে যদি তরলতা ও প্রবাহ বাকি না থাকে তাহলে পবিত্রতা অর্জন করা সহিহ হবে না।

সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যদি নদীর পানিতে প্রচুর পরিমাণে নাপাক মিশ্রনের কারণে পানির রং ও গন্ধ পরিবর্তন হয়ে নাপাকের গন্ধ প্রকাশ পায়, তাহলে উক্ত পানিকে নাপাক পানির হুকুমে ধরা হবে। আর যদি দীর্ঘ সময় আবদ্ধ থাকার কারণে দুর্গন্ধ হয় এবং পানির তরলতা ও প্রবাহ বাকি থাকে তাহলে তা পবিত্র বলে গণ্য হবে।

 

রদ্দুল মুহতার ১-৩৭৩, আল মুহিতুল বুরহানি ১-২৩৮, ফাতাওয়ায়ে দারুল উলূম দেওবন্দ ১ ও ২ -১৭৪,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *