প্রশ্ন: আমাদের মহল্লার বাজারে মুরগী জবাই করার পর তার পশম পরিস্কারের জন্য গরম পানিতে রাখা হয়, এখন জানার বিষয় হলো: উক্ত প্রাণী ও পানির হুকুম কি?

উত্তর: শরীয়তের মূলনীতি অুনযায়ী নাপাক মিশ্রিত পাক বস্তুতে নাপাকের প্রভাব ছড়িয়ে পড়লে বস্তুটি নাপাক ধরা হয়।

সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যদি মুরগীর নাড়ি-ভুড়ি বের করার পূর্বে গরম পানিতে মুরগী রাখা হয় যার কারণে গরম পানির প্রভাব মুরগীতে প্রকাশ পায় তাহলে মুরগী ও পানি নাপাক হয়ে যাবে, অন্যথায় নয়।

 

রদ্দুল মুহতার ১-৩৩৪, মারাকিল ফালাহ ১১০, ফাতাওয়ায়ে মাহমুদিয়া ৪-৫১

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *