উত্তর: শরীয়তে দৃষ্টিতে কোথাও নাপাক বস্তু লেগে গেলে বা মিশ্রিত হয়ে গেলে তা দূর করে পাক করতে হবে।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যেহেতু নাপাক রং দ্বারা কাপড় রঙ্গিন করা হয়েছে তাই কাপড় নাপাক হয়েছে। অতএব ভালোভাবে তিনবার ধৌত করার দ্বারা নাপাক দূর হয়ে কাপড় পাক হয়ে যায়, তবে উত্তম হলো কাপড়কে পরিস্কার পানি বের হওয়া পর্যন্ত ধৌত করা।
রদ্দুল মুহতার ১-৫৯০, আলফিকহুল হানাফি ওয়াআদিল্লাতিহু ১-২৮৫, ইমদাদুল ফাতাওয়া ১-১১৬
Leave Your Comments