উত্তর: শরীয়তের মূলনীতি অনুযায়ী জেহারের উদ্দেশ্যে স্ত্রীকে কোন মাহরামের সাথে বা তাদের বিশেষ অঙ্গের সাথে তুলনা করার দ্বারা বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যেহেতু স্ত্রীকে মা বলে পরিচয় দিয়েছে, তাই তালাক বা জেহার কিছুই হবে না। তবে স্বাভাবিক অবস্থায় এ ধরণের কথা বলা থেকে বিরত থাকা জরুরী।
রদ্দুল মুহতার ৫-১৩৩, আলফিকহুল ইসলামি ওয়াআদিল্লাতুহু ৭-৫৬৬, কিফায়াতুল মুফতি ৮-৪০৫
Leave Your Comments