উত্তর: শরয়ী দৃষ্টিতে ওয়াক্ফকৃত বস্তু ক্রয় বিক্রয় করা জায়েয নাই।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে ব্যক্তি যদি মসজিদের জন্য উক্ত জমি ওয়াক্ফ করে থাকে তাহলে তা বিক্রি করে মসজিদের সংস্কার করা যাবে না। হ্যাঁ উক্ত জমি মসজিদের উন্নয়নের জন্য দান করে থাকে তাহলে তা বিক্রি করে মসজিদের নির্মাণ কাজ করতে পারবে।
বাহরুর রায়েক ৫-৩৪৫, আদ্দুররুল মুখতার আলা রদ্দিল মুহতার ৪-৩৫২, ফাতাওয়ায়ে দারুল উলুম করাচি ১২-১৭৮
Leave Your Comments