উত্তর: মৌলিকভাবে স্থাবর সম্পদই ওয়াক্ফ হয়। অস্থাবর সম্পদ নয়। অবশ্য বহুল প্রচলনের ভিত্তিতে অস্থাবর সম্পদও ওয়াক্ফ হতে পারে।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যেহেতু ঘর বাড়ী ইত্যাদি অস্থাবর এবং সাধারণত শুধু এগুলো জমি ব্যতিত ওয়াক্ফ করার প্রচলন নেই। তাই যদি কেউ শুধু ঘর বাড়ী ওয়াক্ফ করে তাহলে ওয়াক্ফ হবে না। বরং সাধারণ দান হিসাবে গরীব মিসকিনরা বসবাস করতে পারবে। এবং তাতে জমি অন্তর্ভুক্ত হবে না।
বাহরুর রায়েক ৫-৩৪০, মাজমাউল আনহার ২-৫৭৮, আলফিকহুল ইসলামি ওয়াআদিল্লাতুহু ৮-১৮৩
Leave Your Comments