উত্তর:- বকরী দ্বারা কুরবানী সহীহ হওয়ার জন্য পূর্ণ এক বছর বয়সী হওয়া শর্ত। এর একদিন কম হলেও এর দ্বারা কুরবানী সহীহ হবে না।
সুতরাং প্রশ্নেবর্ণিত দশ মাসের বকরী দ্বারা কুরবানী সহীহ হবে না। যদিও দেখতে এক বছরের বকরির চাইতে বড় দেখা যায়।
-ইবেন আবেদীন- ৯/৫৩৩, ফাতাওয়া হিন্দিয়া- ৫/৩৪৩, বাদায়েউস সানায়ে’- ৬/২৮৬.
Leave Your Comments