উত্তর :- শরীয়তের দৃষ্টিতে মোহর এবং হজ দুুটি স্বতন্ত্র ফরয ইবাদত। একটির শুদ্ধাশুদ্ধের উপর অন্যটার শুরু বা শুদ্ধাশুদ্ধ নির্ভর করে না।
তাই প্রশ্নোক্ত সুরতে স্ত্রীর মোহরানা আদায় না করেই হজে যেতে কোন অসুবিধা নাই। তার হজ আদায় সহিহ হবে যাবে।
রদ্দুল মুহতার – ২/৪৫৯; বাদায়েউস সানায়ে’ ৩/৪৫; ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ – ৬/৫৩৮;
Leave Your Comments