উত্তর :- ইসলামি শরীয়তে শরীকানা কোরবানি সহিহ হওয়ার জন্য শর্ত হলো প্রত্যেক শরীকের ভাগ সমান হওয়া। এবং কারো অংশ এক সপ্তমাংশের কম না হওয়া।
তাই প্রশ্নের দু’ভায়ের যৌথ টাকায় পশুর এক সপ্তমাংশে শরীক হওয়ার দ্বারা তাদের কারো কোরবানি সহিহ হবে না।
তারা তাদের যৌথ টাকায় কোন একজনের নামে বা তৃতীয় কোন একজনের নামে কোরবানি করলে তা সহিহ হয়ে যাবে।
ফাতাওয়া হিন্দিয়া – ৫/৩৫২; রদ্দুল মুহতার – ৯/৫২২; কিফায়াতুল মুফতি – ১২/৯২।
Leave Your Comments