প্রশ্ন:- কোন ব্যক্তি যদি রমিয়ে জিমার করতে না পারে বা একদম না করে তাহলে তার হজের বিধান কি ?

উত্তর :- হজের মধ্যে রমিয়ে জিমার বা শয়তানকে পাথর নিক্ষেপ করা ওয়াজিব। যা না করলে তার উপর দম ওয়াজিব হয়।

তাই প্রশ্নোক্ত ব্যক্তি রমিয়ে জিমার একদম না করলে তার উপর একটি দম ওয়াজিব হবে। আর যদি আদায় করতে দেরী হয় তাহলে তার উপর কোন কিছুই ওয়াজিব হবে না।

 

ফাতাওয়া হিন্দিয়া – ১/৩১১; শরহে মুলতাকাল আবহুর – ১/৪৩৫; ফাতাওয়া  তাতার খানিয়া – ৩/৫৩৯; খুলাসাতুল ফাতাওয়া – ১/২৭৯।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *