উত্তর :- মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ আদায় করার দায়িত্ব ওয়ারিশদের। অন্যদের নয়। তাই অন্য কেউ যদি মাইয়েতের পক্ষ থেকে হজ আদায় করেও তার দ্বারা মাইয়েতের উপর থেকে হজের ফরজিয়াত তথা আবশ্যকতার বিধান রহিত হবে না।
আদ দুররুল মুহতার – ২/৫৯৯; রদ্দুল মুহতার – ২/৬০৯; ফাতাওয়া হিন্দিয়া – ১/৩২১; ফাতাওয়া তাতারখানিয়া – ৩/৬৬৭।
Leave Your Comments