প্রশ্ন:- আমার জানার বিষয় হলো কুরবানির ‍দিনগুলোতে যদি রাতে কুরবানি করা হয় তাহলে কি কুরবানি আদায় হবে?

উত্তর :- জিলহজ মাসের ১০, ১১,১২ তারিক হল কুরবানির জন্য অনুমোদিত সময়। এতে রাত-দিন উভয়ই অন্তর্ভূক্ত । তবে রাতে কোরবানি করা মাকরূহ।

 

রদ্দুল মুহতার – ৬/৩২০; ফাতাওয়া হিন্দিয়া – ৫/৩৪০; আল বাহরুর রায়েক – ৮/৩২২; ফাতাওয়া তাতার খানিয়া – ১৭/৪২০।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *