প্রশ্ন:- আমাদের এলাকায় একটি মোটা তাজা গরু আছে। যা আওয়ামিলীগের কিছু কর্মী কুরবানি দেওয়ার জন্য কিনে নিতে চায়। আবার বিএনপি কিছু কর্মীও ঐ গরু কিনতে চায়। এমতাবস্থায় উভয়দল মিলে সমাধান করলো যে এই গরুটির সাথে আরো একটি গরু কিনে ১৪ নামে কুরবানি দিলো। আমার জানার বিষয় হলো উক্ত কুরবানির হুকুম কি ?

উত্তর :- ইসলামি শরীয়তে একটি গরু উট বা মহিষের মধ্যে সর্বোচ্চ সাতজন শরিক মিলে কুরবানি করতে পারবে। তবে শর্ত হলো সকল শরিকের ভাগ সমান হতে হবে। তাই প্রত্যেক গরুতে যদি সমান অংশ হিসেবে নির্দিষ্ট সাত জনের পক্ষ থেকে কুরবানি করা হয় তাহলে কুরবানি সহি হবে। অন্যথায় সহি হবে না।

সুনানে আবী দাউদ – পৃ. ৩৮৮; ফাতাওয়া হিন্দিয়া – ৫/৩৫১; বাদায়েউস সানায়ে’ ৬/২৮৭; আল বাহরুর রায়েক – ৮/৩২৫।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *