প্রশ্ন:- আমার দাদার অসিয়তকৃত বদলী হজ অন্য ব্যক্তির মাধ্যমে আদায় করানোর পর উক্ত ব্যক্তি কি সৌদি আরবে অবস্থান করতে পারবে কি ? এমন ব্যক্তির দ্বারা হজ আদায় করে নেয়ার দ্বারা হজ আদায় হবে কি ?

বদলী হজ আদায় সহিহ হওয়ার জন্য হজে যাবতীয় বিধান সঠিকভাবে আদায় হওয়া জরুরী। তাই বদলী হজকারী হজের যাবতীয় বিধান সঠিকভাবে আদায় করে থাকলে তার হজ আদায় হয়ে গেছে। হজ আদায় শেষে সেখানে অবস্থান করার কারণে হজে কোন ক্ষতি হবে না। তবে হজ আদায় করতে গিয়ে এভাবে থেকে যাওয়া প্রচলিত আইনে দোষনীয় হওয়ায় এমনটা করা ‍উচিত নয়।

 

বাদায়েউস সানায়ে- ৩/২৯৪; ফাতাওয়া সিরাজিয়া – পৃ. ১৮৩; ফাতাওয়া হাক্কানিয়া – ৪/২৫৯;

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *