উত্তর :- ইসলামে হারাম মাল হিসেবে স্বীকৃত নয়। তাই তার উপর হজ ফরজ নয়। তবে সে হজ করতে চাইলে কোন অমুসলিম হতে ঋণ নিয়ে হজ করতে পারবে। অতপর তার হারাম মাল হতে তার ঋণ পরিশোধ করে দিবে।
ফাতাওয়া হিন্দিয়া – ১/২৮৩; হাশিয়ায়ে ইবনে আবেদীন – ২/৪৫৬; ফাতাওয়া রহিমিয়া – ৮/৩৮।
Leave Your Comments