উত্তর :- হজ কবুল হওয়ার জন্য মাল হালাল হওয়া জরুরী। হারাম মাল দিয়ে হজ করলে তার উপর থেকে হজের ফরযিয়াত আদায় হয়ে গেলেও তাতে কবুল হজের সওয়াব পাওয়া যাবে না।
তাই লটারির মাধ্যমে অর্জিত হারাম অর্থ দ্বারা আদায়কৃত হজের দ্বারা হজের ফরজিয়াত আদায় হলেও তাতে কবুল হজের সওয়াব পাওয়া যাবে না।
সুরা মুমিনুন – ৫১; মিশকাতুল মাসাবিহ – ১/২৪১; ফাতাওয়া হিন্দিয়া ১/২৮৩; ফাতাওয় রহিমিয়া – ৭-৮/৩৭।
Leave Your Comments