প্রশ্ন:- কুরবানির গরুর চামড়া গোশতের মত সকল শ্রেণীর মানুষকে দেওয়া যাবে কি না ?

উত্তর :- কোরবানির পশুর চামড়ার হুকুম গোশতের মতই নিজেও ব্যবহার করতে পারবে। অন্যকেও দিতে পারবে।

 

হাশিয়া রদ্দুল মুহতার – ৬/৩৩৮; ফাতাওয়া সিরাজিয়্যা – ১/৩৮৯; ফাতাওয়া তাতার খানিয়া – ১৭/৪৪৬; ফাতাওয়া হাক্কানিয়া – ৬/৪৯০।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *