প্রশ্ন :- কোন গরীব লোকে সরকারী খরচে ওমরা করতে পারবে কি ?

উত্তর :- সরকার বা অন্য ব্যক্তি বা মহল থেকে টাকা প্রাপ্ত হওয়ার পর মালিক হয়ে সে ঐ টাকা দিয়ে যা খুশি তাই করতে পারবে। হজ বা ওমরা করাতেও কোন সমস্যা নাই।

 

আল বাহরুর রায়েক – ২/৫৪৬; বাদায়েউস সানায়ে ‘ ৩/৪০; ফাতাওয়া হিন্দিয়া – ১/২৮১; ফাতাওয়া কাজিখান – ১/১৭৩; আল আশবাহ ওয়ান নাযায়ের – ১/১৩৫।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *