উত্তর :- যাকাত ও কোরবানি দু’টি ভিন্ন ভিন্ন ইবাদত। সামর্থবানদের উপর উভয়টাই ওয়াজিব। তাই কোনটা আদায় না করলে অন্যটা আদায় করা যাবে না বা আদায় করলে তা সহিহ হবে না- এমন নয়।
তাই বর্ণিত ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব হলে কোরবানি করা উচিত। এবং তার কোরবানি আদায় সহিহ হবে। সাথে সাথে মুসলমান হিসেবে যাকাতের বিষয়েও তাকে যত্নবান হওয়া চাই।
ফাতাওয়া শামি – ৬/৩১২; ফাতাওয়া হিন্দিয়া- ৫/৩৩৬; আপকে মাসায়েল আওর উনকা হল – ৫/৪৩০।
Leave Your Comments