প্রশ্ন:- আমার চাচা গুরুতর অসুস্থ হওয়ার কারণে তিনি তার পক্ষ থেকে বদলী হজ্ব করান। কিন্তু তিনি পরবর্তীতে সুস্থ হয়ে গেছেন। এখন আমার জানার বিষয় হলো যে কোন অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার পর কি আবার তাকে হজ করতে হবে? এবং আমার চাচার পুনরায় হজ্ব করা লাগবে কিনা?
প্রশ্ন:- আমার চাচা গুরুতর অসুস্থ হওয়ার কারণে তিনি তার পক্ষ থেকে বদলী হজ্ব করান। কিন্তু তিনি পরবর্তীতে সুস্থ হয়ে গেছেন। এখন আমার জানার বিষয় হলো যে কোন অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার পর কি আবার তাকে হজ করতে হবে? এবং আমার চাচার পুনরায় হজ্ব করা লাগবে কিনা?
উত্তর:- অসুস্থতার কারণে বদলী হজ্ব করানোর পর সুস্থ হয়ে গেলে তাকে পুনরায় ফরয হজ্ব আদায় করতে হবে এবং তখন তার বদলী হজ্ব নফল হয়ে যাবে। সুতরাং প্রশ্নেবর্ণিত সূরতে আপনার চাচাকে পুনরায় হজ্ব করা লাগবে।
Leave Your Comments