প্রশ্ন:- যদি কোন গরিব ব্যক্তি কুরবানির পমু ক্রয় করে তাহলে তার উপরে উক্ত পশু কুরবানি করা ওয়াজিব। কিন্তু যদি কোন ধনী ব্যক্তি পশু ক্রয় করার পরে গরিব হয়ে যায় তাহলে ক্রয়কৃত পশুর হুকুম কি ?

উত্তর :- জিলহজের ১০,১১,১২ তারিখে নেসাব পরিমাণ সম্পদের মালিক থাকলে অথবা গরিব ব্যকিত এ সময়ের মধ্যে কুরবানির নিয়তে পশু ক্রয় করলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। তাই বর্ণিত লোকটি যেহেতু ধনী অবস্থায় এই পশু ক্রয় করেছিল। এবং কুরবানির দিন আসার আগেই সে গরীব হয়ে গেছে। বিধায় উক্ত পশু কুরবানি করা তার উপর ওয়াজিব না।

 

হাশিয়া ইবনে আবেদিন – ৯/৫২৯; ফাতাওয়া হিন্দিয়া – ৫/৩৩৭; আল বাহরুর রায়েক – ৮/৩১৮; আহসানুল ফাতাওয়া – ৭/৫১১।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *