উত্তর:-হজ ও ওমরা উভয়টা স্বতন্ত্র ইবাদত। হজ ফরজ, ওমরা সুন্নত। একটা অপরটার পক্ষ থেকে যথেষ্ট হবে না।
সুতরাং প্রশ্নেবর্নিত সাদ সাহেব আলাদাভাবে হজ করতে হবে। ওমরা করার দ্বারা হজের ফরজিয়ত আদায় হবে না।
– সুরা আলে ইমরান আয়াত নং-২৭,তিরমিযী শরীফ ১/১৬৭,বাদায়েয়ুস সানায়ে ১/৩৯০, আপকে মাসায়েল আওর উনকা হল ৫/২৬২,
Leave Your Comments