উত্তর :- আখেরাতে আল্লাহর কাছে যেকোন ভালো কাজের প্রতিদান পাওয়ার জন্য ঈমান থাকা শর্ত। তাই কোন অমুসলিম তার ভাল কাজের প্রতিদান হিসেবে আখেরাতে কিছুই পাবে না। তবে দুনিয়াতেই তাকে তার প্রতিদান দিয়ে দেয়া হবে।
সুরা আসর – ১-২; সুরা মায়েদা – -৫; মুসলিম শরীফ – ৬/৩৭৪; আপকে মাসায়েল আওর উনকা হল – ২/৪৭৮।
Leave Your Comments